Home বিশ্ব এশিয়ায় করোনার সংক্রমণ : তৃতীয় অবস্থানে ভারত

এশিয়ায় করোনার সংক্রমণ : তৃতীয় অবস্থানে ভারত

63
0

বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও জেঁকে বসছে করোনাভাইরাস। এশিয়ার দেশগুলোর মধ্যে করোনা সংক্রমণে বর্তমানের চীনের পরেই ভারতের অবস্থান।

গতকাল মঙ্গলবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩০ হাজার। মারা গেছেন এক হাজার জন। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের হিসাবে এশিয়ায় যার অবস্থান তৃতীয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, লকডাউনের শেষ পর্যায়ে এসে আক্রান্তের সংখ্যা বাড়ায় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে লকডাউন তোলা কঠিন হয়ে পড়বে।

এদিকে দেশটিতে ২১ মে পর্যন্ত বাড়িয়েছে মোদি সরকার। তবে সীমিত আকারে খামার ও শিল্পকারখানা চালু করার অনুমতি দেওয়া হয়েছে। যে সব গ্রামীণ অঞ্চলে করোনা প্রাদুর্ভাব কম সেখানেও লকডাউন শিথিল করতে বলা হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২৯ হাজার ৪৩৪ জন আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের তুলনায় ১৫৪৩ জন বেড়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬ হাজার ৮৬৯ জন। আর মারা গেছে ৯৩৪ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here