
হঠাৎ করেই যেন পাল্টে গেছে কেরানীগঞ্জের দৃশ্যপট৷ যানজট, ধূলিময় বাতাস, রাস্তায় গিজগিজে মানুষ- এসবই কি আগের মতো আছে ?
পুরো কেরানীগঞ্জই এখন ফাঁকা। চিরচেনা কেরানীগঞ্জ অচেনা রুপে কার্য্যত গৃহবন্দি। ঈদের ছুটির মতো ফাঁকা কেরানীগঞ্জ জুড়েই এখন আতঙ্ক। এর আতঙ্কের নাম করোনা ভাইরাস।
কেরানীগঞ্জ ঘুরে দেখা যায়, রাস্তাঘাট ছিল বেশ ফাঁকা। ব্যস্ত সড়কে নেই চিরচেনা যানজট। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যাচ্ছে ।ফাঁকা কেরানীগঞ্জের রাস্তাঘাট পরিবহনের সংখ্যাও ছিল কম। আর বেশিরভাগ পরিবহনে যাত্রীর সংখ্যাও ছিল হাতে গোনা।
প্রায় সকলের মুখে এখন মাস্ক৷ এ মাস্ক চেহারা ঢাকার মুখোশ নয়, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সার্জিক্যাল মাস্ক৷ মাস্কে ঢাকা পড়েছে মুখ । এ মুখগুলো ভিন্ন ভিন্ন৷ কিন্তু প্রতিটা মুখে লটকে থাকা যে আতঙ্ক- সেখানে কোন ভিন্নতা নেই, নেই চিরচেনা শহরে কোনো যানজন ।
কেরানীগঞ্জ এখন পুরো ফাকা।কে যানে ব্যস্ত কেরানীগঞ্জ আবার আগের রুপে ফিরে আসবে এবং মানুষের সবার মনে যে করোনার আতংক সৃষ্টি হয়েছে সেটা কবে নাগাদ শেষ হবে, একমাত্র আল্লাহ ভালো জানেন।
হে আল্লাহ এই করোনা ভাইরাসের মহামারী থেকে আপনি আমাদের সকল কে হেফাজতে রাখুন।আমিন ।
লেখক : আতিকুজ্জামান পিন্টু