
ঢাকার কেরানীগঞ্জে কলাতিয়া ইউনিয়নের কলাতিয়া বাজারে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা মাছ বিক্রির অপরাধে দুই মাছ ব্যবসায়ী কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ০১ মে শুক্রবার কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) কামরুল হাসান সোহেল এর নেতৃত্বে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া বাজারে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা সেলিম রেজা। নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন, দুষ্ট লোকজন সবসময় পরিস্থিতির সুযোগ নেয়। উপজেলা নির্বাহী অফিসার,অমিত স্যারের নির্দেশনায়ে আজ কলাতিয়া বাজারে সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা এবং কলাতিয়া পুলিশ ফাঁড়ির সহযোগিতায় জাটকা বিক্রির সময় দুজন মাছ বিক্রেতাকে হাতেনাতে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ৫০০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, কেরানীগঞ্জ উপজেলায় কোনভাবেই জাটকা বিক্রির করার সুযোগ নেই। আপনারা দয়া করে জাটকা কিনবেন না এবং কোথাও বিক্রি করতে দেখলে আমাদের জানান।আটককৃত জাটকা জব্দ তালিকা করে নিকটবর্তী এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়েছে।
রিপোর্ট : আতিকুজ্জামান পিন্টু